চেয়েছি তোমায়
চেয়েছি তোমায়
মন্দিরা
ছুঁতে চেয়েছি তোমায় একবার...
চেয়েছি সেই মুহূর্ত ,
চলার পথ মুড়েছে বারবার,
নেই কোনো শর্ত, নেই কোনো অজুহাত,
সহস্র মুখের আড়ালে
তুমি চেয়ে আছো ... চোখেতে বৃষ্টি ঝরো ঝরো,
তুমি নও অন্য কারো.....শুধুই আমার।
ভিড়ের মাঝে তুমি দাঁড়িয়ে একাই,
হাতটি ছেড়োনা দোহাই তোমার....
শোনো, কান পেতে একটিবার,
না হয় চেয়েছি তোমায় আমি হাজারবার,
তবুও মাঝে মাঝে বৃষ্টিফোঁটার বুকে
যন্ত্রণার সুর,
হারিয়েছে জলের ভাষায় কতদূর........
শোনো ,শোনোওওওও একটিবার ,
তুমি নও অন্য কারো,
শুধু যে আমার......
চেয়েছি তোমায়
Reviewed by M Raj Editing Tips
on
October 23, 2018
Rating: 5