স্মৃতির শহর- ফারজানা রহমান শর্মী.বৃষ্টির ঝম ঝম শব্দে জেগে ওঠা ভোর,সুখ স্মৃতিতে বুকের ভেতর আবাস যে তোর।
হারিয়ে যাওয়া অভিমানী আলিঙ্গন জুড়ে,
ভালোবাসা দেখাতে চাই অল্প হৃদয় খুঁড়ে।
প্রাণের পাশে যে শহরটা নিত্য জেগে রয়,
বৃষ্টি শেষে মিষ্টি হাওয়াই অতীত কথা কয়।
স্মৃতির শহর(ফারজানা রহমান শর্মী)
Reviewed by
M Raj Editing Tips
on
July 26, 2018
Rating:
5
No comments: