কাহিনী (Chhanda Santra)
কোথাও কেউ বাড়তি খাবার
ফেলে দেয় অনায়াসে ,
কোথাও কারোর দিন কেটে যায়
একটু খাবারের প্রত্যাশে,
ফেলে দেয় অনায়াসে ,
কোথাও কারোর দিন কেটে যায়
একটু খাবারের প্রত্যাশে,
কোথাও কোনো নারী পরে
সম্মানের তাজ,
আবার কোথাও তৈরী হয়
কোনো নারীর চিতায় ওঠার সাজ।
সম্মানের তাজ,
আবার কোথাও তৈরী হয়
কোনো নারীর চিতায় ওঠার সাজ।
কোথাও কারো রাত কেটে যায়
হাজার দেখা সপনে,
কেউ আবার ব্যথা দিয়ে
শুধুই প্রহর গোনে।
হাজার দেখা সপনে,
কেউ আবার ব্যথা দিয়ে
শুধুই প্রহর গোনে।
এমন অনেক কাহিনীর জন্ম হয় রোজ
যে যার মতো থাকি আমরা,
কে কার নিই খোঁজ।
যে যার মতো থাকি আমরা,
কে কার নিই খোঁজ।
No comments: