তোমাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না

আমার সব কিছু তুমি, তোমাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না।  আমি তোমাকে পাগোলের মতো ভালোবাসি, তাই হয়তো তুমি আমাকে বুঝতে চাওনা। এটাই সত্যি যে কাওকে যদি মন প্রাণ দিয়ে ভালোবাসো সে তোকে অবহেলা করবেই।  আজ  তোমাকে মন প্রাণ দিয়ে আমি ভালোবাসি তাই তোমার অবহেলাই পরিনিত হয়ে ছি। কিন্তু যে তোমার ভালোবাসার কোন যোগ্য নয়, তার ভালোবাসা তোমাকে মাতাল করে তুলে ছে, কিন্তু মনে রেখো সত্য চিরো কাল সত্য কোন একদিন এই অবহেলা করা ছেলে টাকে মনে পড়ে কিন্তু হয়তো সেদিন আমার সময় ফুরিয়ে যাবে, হয়তো কোন অজানা দেশে কিংবা নাফেরার দেশে পাড়ি দেবো, তোমারি জন্যো।

Leave a Comment

No comments:

Powered by Blogger.