এক দিনের ভালোলাগা ও ভালোবাসা
জানো তোমার সাথে প্রথম যেদিন কথা হয়েছিল সেদিন আমার মনে হয়ে ছিল আমার সব একাকিত্ব দূর হয়ে গেছে কেন জানিনা তোমাকে খুব অপন মনে হয়েছিল আমি জানি আমার বিষয় টা খুব সামান্য ভাবছো আর পাঁচটা ছেলের সঙ্গে আমকে গুলিয়ে ফেল ছো,
আমার কথা গুলো তুমি হেসে উড়িয়ে দিচ্ছো কিন্তু কিন্তু বিশ্বাস করো আমার একটি কথাও মিথ্যা নই আমি তোমাকে নিয়ে যে সপ্নের জাল বুনে চলেছি তা সম্পন্ন সত্যি আমার প্রতিটি কাথা সত্যি আমি সত্যি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি জানো সত্যিকারের প্রেম একজন মানুষের জীবনে একবারি আসে তার কথা সবসময় মনে হয় সবসময় তার কথা মনে হয় তাকেনিয়ে সবসময় ভাবতে ইচ্ছে করে তাকেনিয়ে সাত রং মিশিয়ে সপ্ন দেখতে ইচ্ছে করে
তাকে নিয়ে অজানা দেশে হারিয়ে যেতে ইচ্ছে করে তাকে সব থেকে বেশি মিস করতে ইচ্ছে করে তার কথা সবসময় মনে করতে ইচ্ছে করে এই সব কিছু হয় তোমার জন্য আমার মনে আমার জন্যই হয়তো তোমার সৃষ্টি।
আমি জানিনা আমি সত্যিই কেন জানি না তোমর সাথে কথা না বলে এক মুহুত থাকতে পারিনা, আমি যখন তোমার সাথে কথাবলি, আমার মনটা যেন কোনো অজানা দশে হারিয়ে যায়, ইচ্ছে করে প্রাণভরে কথাবলতে, ইচ্ছে করে কোন বাঁধোন হীন দেশে তোমাকে নিয়ে যতে,
জানো মিত্যুর পর মানুষের মস্তিষ্ক ৫ মিনিট পযন্ত সক্রিয় থাকে এবং তার জীবনের চুড়ান্ত মুহুত গুলো সে দেখতে পাই ওই ৫ মিনিট, বমি যদি তোমাকে নাপয়ে মরে যায় তাহলে আমার ওই মুহুতে আমি সুধু তোমার অদেখা মুখটার কথা ভাবতে থাকবো আমি সত্যি তোমাকে আনেক ভালোবাসি, বিশ্বাস করো আনেক ভালোবাসি..অনেক.....সিমাহীন ভালোবাসি।
No comments: