অমূল্যবান সময় (সাবির আলি)

  ----অমূল্যবান সময়----
                          
            সাবির আলি

পৃথিবী গড়িয়ে  যাওয়া দৃশ্য,
যার মর্ম দেখছি দুচোখ ভরে।
যেখানে দেখেছি প্রকৃতির রঙ্গ,
যেখানে মেখেছি প্রকৃতির আবেশ।

পৃথিবী যার বুকে গাথা আছে সুখ
দুঃখের কাহিনী,
সবকিছুর মধ্যদিয়ে জেগে ওঠে ছিলাম আমি,
পাড়ি দিয়ে-ছিলাম হাজরও পথ।

বোলার শেষে দেখি পড়ে-আছে কিছু অমূল্যবান সময়।

1 comment:

Powered by Blogger.