সময়(মিরাজুল ইসলাম)

            -------------সময়------------

----------------মিরাজুল ইসলাম -----------

সময় কে বলি আমি একটু খানি দঁাড়িয়ে যা
ধরছি তোর ওই নীর আকার পা।
তোর কারনে মা হারালাম বাবা হারালাম আমি
আমার সাথে করলি কেন এমন বেইমানি।
যানি যানি যানি তুই বড়ো নিষ্ঠুর,
তোর নেই কোন দয়া,
তবুও কি পারিস না করতে এটু মায়া।
ধরছি তোর ওই নীর আকার পা তুই একটু র,
শেষ বারেতে শেষের বেলাই দেখবো আমার সখির মুখ ভরে যাবে আমার বুক।
দিলিনা রে ও সময়,।
জীবন বড়ো গতিময় এখানে কেউ কারো নই
যাকে রাখতে চাইবে ধরে 
সেই  দেখো চলে যাই একা কেমন করে...... 
-----------+---------------------
*সমস্ত ভুল এর জন্য মার্জনা করবেন এই ছোট্ট ভাই টার ভুল গুলো কে এটু সংশোধন করে নেবেন। 

No comments:

Powered by Blogger.