কাটানো সময়

তোমার সাথে বলা কথা গুলো এক দিন আমার জীবে সবথেকে সুখের ছিল। কিন্তু আজ ওই দিন গুলোই সব থেকে কষ্টের কারন। এক দিন যে ভাবনা গুলো আমকে বাঁচার সপ্ন দেখাতো, আজ সেই ভাবনা গুলো মিত্যুর দিকে দিনে দিনে এগিয়ে নিয়ে যাচ্ছে। যেদিন তুমি হারিয়ে গেছো, সেদিন এই পৃথিবীর সবলোকের থেকে যেন ছন্ন ছাড়া হয়ে গেছি, আমার বলতে যেন কেও নেই, সকলের থেকে আলাদা  হয়ে গেছি, আর কারো সাথে কথা বলতে ইচ্ছে করেনা facebook,Whatsap,Etc,সব account গুলো কোথায় যেন হারিয়ে গেছে, হারিয়ে গেছে আমার সব ভাবনার যগোত, সব যেন মুছে গেছে  আমার জীবন থেকে। কিন্তু তোমার সৃতি গুলো আজো আমাকে ছেড়ে যায়নি সেগুলো সুধু আমাকে আজ নাফেরার দেশে এগিয়ে নিয়ে যাচ্ছে।

1 comment:

  1. কাটানো সময় - মনোলেখা >>>>> Download Now

    >>>>> Download Full

    কাটানো সময় - মনোলেখা >>>>> Download LINK

    >>>>> Download Now

    কাটানো সময় - মনোলেখা >>>>> Download Full

    >>>>> Download LINK zS

    ReplyDelete

Powered by Blogger.