আশা -অঞ্জন চক্রবর্তী-
আশা
-অঞ্জন চক্রবর্তী-
-অঞ্জন চক্রবর্তী-
নির্নয়কাল আসবে শুনি
সাজ সাজ রব চলে,
বসার দাওয়ায় কথা কাকলি --
জিয়নের কথা বলে।
সাজ সাজ রব চলে,
বসার দাওয়ায় কথা কাকলি --
জিয়নের কথা বলে।
আয়রে সোনা বাঁধন খোল
খোলের বাঁধন আয়,
বাঁধন খোলা মায়ের বুকে
ঝাঁপিয়ে পড়ে আয়।
খোলের বাঁধন আয়,
বাঁধন খোলা মায়ের বুকে
ঝাঁপিয়ে পড়ে আয়।
মন-আকাশে মেঘ জমেছে
মেঘেরই তাল ঠোক,
বাদল ঝরুক মাটির বুকে
বুঝুক বিশ্বলোক।
মেঘেরই তাল ঠোক,
বাদল ঝরুক মাটির বুকে
বুঝুক বিশ্বলোক।
উড়ুক ধুলো উড়ুক বালি সাথী বজ্রানল,
জ্বালা আগুন সমীধকুন্ডে পুড়ুক মনগড়ল ।
জ্বালা আগুন সমীধকুন্ডে পুড়ুক মনগড়ল ।
আয়রে সোনা বাঁধন খোল
খোলরে বাঁধন আয়,
বাঁধন খোলা মায়ের বুকে
ঝাঁপিয়ে পড়ে আয়।
খোলরে বাঁধন আয়,
বাঁধন খোলা মায়ের বুকে
ঝাঁপিয়ে পড়ে আয়।
সোনা ঘুমালো বুক জুড়ালো--
শত্রু শিবির শেষ,
জয়গানের সেই কাল এসেছে
রইবে না আর ক্লেশ।
শত্রু শিবির শেষ,
জয়গানের সেই কাল এসেছে
রইবে না আর ক্লেশ।
No comments: