প্রচ্ছদপট(অঞ্জন চক্রবর্তী)
প্রচ্ছদপট
-
-
প্রচ্ছদ আঁকব বলে হাত পেতেছি,
নিয়ে গেছ বেড়ার ধারে;
আগাছারা ভীড় করে আছে
দেখিয়েছে, যত্ন নেই আলো নেই ........
তবু তাদের শরীর হয় ঋজু --
পাতা হয় সবুজ।
নিয়ে গেছ বেড়ার ধারে;
আগাছারা ভীড় করে আছে
দেখিয়েছে, যত্ন নেই আলো নেই ........
তবু তাদের শরীর হয় ঋজু --
পাতা হয় সবুজ।
আমার তো পরিসর নেই
পাত্রটি পূর্ণ করে দাও চোখের রঙে,
উষ্ণ বাতাসে শুকিয়ে নেব গল্প কাহিনী ।
পাত্রটি পূর্ণ করে দাও চোখের রঙে,
উষ্ণ বাতাসে শুকিয়ে নেব গল্প কাহিনী ।
যে শৃঙ্খল বীজেরা উল্লাসে মাতোয়ারা --
ফুল ঝরে যায় পাতা যায় শুকিয়ে
তোমার জল পাত্র উজাড় ক'রে দাও,
আসনে বসে এঁকে রাখি--
একটি জোৎস্না ভরা রাত অথবা
উদার আকাশ।
ফুল ঝরে যায় পাতা যায় শুকিয়ে
তোমার জল পাত্র উজাড় ক'রে দাও,
আসনে বসে এঁকে রাখি--
একটি জোৎস্না ভরা রাত অথবা
উদার আকাশ।
আমরা বিশ্বাস করি সব কবি,আবৃত্তিকার তাদের কাজের সঠিক মূল্যায়ণ হয় না।"kobita"তে আপনার লেখা কবিতা পাঠান।যারা আবৃত্তি শিল্পী তারা আপনাদের আবৃত্তি পাঠান।ভিডিও থাকলে পাঠান।আপনার মতামত আমাদের অনুপ্রেরণা।।।
No comments: