বেঁচে থাক শুধু মানবধর্ম (অমল)
রথের এই ছবি মন কেড়ে নিয়েছে.....
কাল সারাদিন ফেসবুক জুড়ে অনেক ছবিই দেখেছি...
কিন্তু এই ছবি সর্বোত্তম....
শিশুগুলোর চোখের দিকে শুধু তাকাচ্ছি...
নিষ্পাপ হাসি...যারা শুধু জানে আনন্দের ছুঁতো...
রথ না ঈদ তা কোনো ব্যাপার নয়...
এ ছবি হৃদয়কে শান্ত করে...
আমাদের কে বিবেকের মুখোমুখি দাঁড় করায়...
প্রশ্ন জাগে,
সত্যিই ধর্ম বলে কিছু আছে?
আমিতো বিশ্বাস করিনা...
অন্তত এই ছবি দেখে...
হঠাৎ কোথায় হারিয়ে গেলাম...
এ ছবির মূল্য যদি আমরা সবাই বুঝতাম,
তাহলে হয়তো ধর্ম নিয়ে আমরা আর কেউ বড়াই করতাম না...
সব ধর্ম উঠে যাক, বেঁচে থাক শুধু মানবধর্ম...
এইভাবে সব উৎসব পালিত হোক সাড়ম্বরে...
আমি স্বপ্ন দেখি ধর্মহীন পৃথিবীর..
-----@অমল
((ছবিটি ফেসবুক থেকেই সংগৃহিত))
যারা কাব্যপথের যাত্রী, এই প্ল্যাটফর্ম তাদের। নিজের লেখা কবিতা শেয়ার করুন বন্ধুদের সাথে। নিজের লেখা কবিতা, ন্যানো কাব্য বা পেজ সংক্রান্ত যেকোনো অভিমত সরাসরি আমার আইডির ইনবক্সে দিন। আমার আইডির লিঙ্কfasebook.com
No comments: