প্রতীক্ষা -অঞ্জন চক্রবর্তী-
প্রতীক্ষা
-অঞ্জন চক্রবর্তী-
-অঞ্জন চক্রবর্তী-
আকাশের রঙ দেখব বলে
সিঁড়ির প্রথম ধাপে পা রাখি,
সবে অসুখের দরজা ভেঙে, এক আঁজলা বাতাস;
ঘরের ভিতরে বাসন পড়ার শব্দে
সচকিত পা থেমে যায় ।
সিঁড়ির প্রথম ধাপে পা রাখি,
সবে অসুখের দরজা ভেঙে, এক আঁজলা বাতাস;
ঘরের ভিতরে বাসন পড়ার শব্দে
সচকিত পা থেমে যায় ।
No comments: