ভালোবাসবো বলেই বেসেছি
ভালোবাসবো বলেই বেসেছি..
কোনোকিছু না ভেবেই বেসেছি..
কিছু চাই না..
তুমি যেমন আছ সেইরকম-ই থেকো..
ব্যস এইটুকু..
রোজ সকালে ঘুম ভাঙানোর এস.এম.এস..
কলেজ ক্যাম্পাসের খুনসুটি..
আর সেই রাগ দেখানো তুমি..
ব্যস এইটুকু..
সত্যি বলছি আর কিছু চাই না..
অতীতের কালো মুছে আলোকিত করেছ আমার জীবন…
সর্বত্র তোমার আলোয় দৃশ্যমান হচ্ছে কিছু মুহূর্ত..
ওই মুহূ্র্ত গুলো একটু একটু করে উপভোগ করছি..
শেষ হতে দিতে চাই না..
কোনো আবদার, কোনো commitment, কোনো কিছুই তুমি চাওনি..
শুধু চেয়েছিলে আমায়…
ব্যস এইটুকু..
বিকেলে রাস্তায় তোমার সাথে কাটানো সময়..
তখনো তুমি কিছু চাওনি..
শুধুই হেসেছিলে…
আর চেয়েছিলে আমায়, তোমার পাশে..
ব্যস এইটুকু…
ভালোবাসবো বলেই বেসেছি
Reviewed by M Raj Editing Tips
on
April 01, 2020
Rating: 5