অপেক্ষা
তোর অপেক্ষাতেই তো আছি। জানিস, তুই নেই আমার কিছু মনে
থাকে না, সব ভুলে গেছি, কখন যে সকাল আর কখন সন্ধা পেরিয়ে
রাত হয়। চোখে ঘুম আসেনা আর রাত গুলো যে কোথা থেকে পেরিয়ে একটা নতুন সকল এসে যায় আমি সত্যি বুঝতে পারি না, অথচো আমার আশা থাকে যে এই নতুন সকলে আবার তোকে নিয়ে নতুন করে পাবো এই ভেবে সপ্নো সাজাতে শুরু করি . জানিস, তোর
মতো আমি আর কাউকে কোনো দিন পাবো না। আমি জানি, আর খুঁজতে ও চাই না।
আমার বিশ্বাস একদিন তুই ঠিক আসবি. তাই সেই স্মৃতিগুলো বুকে
আঁকড়ে নিয়ে আর আমার বিশ্বাস সে ভর করে আজও পথ চেয়ে
বসে আছি… তুই আসবি বলে….
কিরে আসবি তো?