জেগে থাকে ...গভীর অসুখ
জেগে থাকে ...গভীর অসুখ
# মন্দিরা
জেগে থাকে নীলাভ শাড়ির আচঁল,
হীরে জড়ানো সোহাগগুলো বসেছে পাড় বরাবর,
রাত বয়ে যায়, ছায়া শরীরের হাতছানি !
হীরে জড়ানো সোহাগগুলো বসেছে পাড় বরাবর,
রাত বয়ে যায়, ছায়া শরীরের হাতছানি !
কত্ত গান ছাদের বুক জুড়ে হাতড়েছিলো অনেক
অনেক দূরের হাসি -কান্না ....
একমুঠো মুক্তো- পান্না;
পেঁচার শিকারী চোখের আড়ালে!
অনেক দূরের হাসি -কান্না ....
একমুঠো মুক্তো- পান্না;
পেঁচার শিকারী চোখের আড়ালে!
দিন খোঁজে একঝলক আলো,
রাত হাতড়ে বেড়ায় কিংশুক আগুন,
পুড়ে যায় হাতের তালু ...ফেলে আসা স্পর্শ সুখে;
ভীষন গভীর অসুখ!
রাত হাতড়ে বেড়ায় কিংশুক আগুন,
পুড়ে যায় হাতের তালু ...ফেলে আসা স্পর্শ সুখে;
ভীষন গভীর অসুখ!
পারদ চড়ছে মাথার উপর,
শীতল জলের পট্টি বন্ধকীর পাত্রে ,
আসবে কবে সেই শব্দ ..গন্ধ..টান,
অসুস্থ বিছানাটির পাশে!
শীতল জলের পট্টি বন্ধকীর পাত্রে ,
আসবে কবে সেই শব্দ ..গন্ধ..টান,
অসুস্থ বিছানাটির পাশে!
No comments: