এক যে ছিল কন্যা bengali kobita

এক যে ছিল কন্যা
# মন্দিরা
ঘরকন্না ছড়িয়ে ছিলো পূর্ণ চাঁদের সোনার থালায়,
বাঁশ বাগানের ঝিঁ ঝিঁ এর ডাকে নিঝুম সন্ধ্যাবেলায়।
ভাদরের বাদলা মেঘে জ্যোৎস্না আলোর বাঘ বন্দী খেলা,
আমন ধানের পান্তা ভাত আর নাগরদোলায় খুশির মেলা।
দস্যিপনা গাছে , শান্ত দখিন হাওয়ায় ভাসে,
কখন যেন উঠলো ঝড় আকাশ ঘিরে ত্রাসে..
চোখের কোণে কাজল মেঘ,
বুকের ভিতর শ্রাবণধারা ,
কপালে টিপ নেই যার, ছুরিকাঘাতে চিহ্ন তারার !
হাসির ছড়ার দুষ্টু মেয়ে ,বৃষ্টি গিলে খায়,
অবুঝ দেশের গ্রাম ছাড়িয়ে নিজেকে হারায়।
এক্কা দোক্কা খেলার শেষে,
বিদ্রুপ এসে পাশে বসে,
খেয়াল তরী বাইতে গিয়ে ডুবলো পাড়ে এসে।
যেদিকেই ধায় ,উড়ন্ত ছাই,
ধূসর গোধূলির পড়ন্ত বেলায় ....
আঁশটে গন্ধ পালক জুড়ে,
পাংশুটে ব্যোম চরাচরে,
হিংসুটে মন আঁধার চাটে দুই আঙুলের ডগায়...
অভিমানী কন্যা রে তোর ষোলো আনাই বৃথা।

No comments:

Powered by Blogger.