হেলা"_মৃত্যুদেবী_আকাঙ্খা (মন্দিরা) kbita

হেলা"_মৃত্যুদেবী_আকাঙ্খা
# মন্দিরা
মাটি ফুঁড়ে পায়ের বেড়ি অনন্ত আগুন,
কৃষ্ণ গহ্বরের দীর্ঘ ছায়া স্তিমিত আলোয় ধীরে ধীরে
গ্রাস করে নেয় ইচ্ছে-নদী..
সন্ত্রস্ত উপত্যকা ছেড়ে চলে যেতে চায় দুর্নিবার টান,
একটানা টানাপোড়েনে ধনুকের ছিলা ছিঁড়ে আর্তনাদ ঢেকে দেয় প্রেত কুহেলিকা..
জনমানব শূন্য অন্ত:পুর!
সাধ ছিলো শাখার নীচে আটচালায় ,
নদী বয়ে যেত ছন্দে,
ঘন সবুজ গালিচায় মোড়া দৃশ্যপট...শান্ত,কাক চক্ষুর মত জলে হৈমন্তিক সূর্যোদয়ের হাতছানি...
নিমেষে ঘুরে দাঁড়ায় হেলা ...শীতল,নির্মম ক্রুর হাসি
বিদ্যুৎ গতিতে ঝলকায় আকাশ সীমান্তে,
জীবন্ত শব মূক ও বধির!
শৈত্য প্রবাহ কেঁপে কেঁপে চরাচরের শেষ উষ্ণতাটুকু উপভোগ্য করে
তারিয়ে তারিয়ে চুমুকরত..
দুই হাতে মুক্তি, ঘন কালবৈশাখী মেঘ বিষধর হিংস্র সাপের ফণা তুলে দুলছে পিঠময়..
কাঁটার মুকুটে বন্দী আত্মা!
এক চোখ খুবলে নিয়েছে অন্ধকার,
পৃথিবী প্রলয় নাচ সভায় ঘুঙুর বেঁধেছে নটরাজের পায়ে...
লেলিহান রক্ত শিখা
নতজানু ভূমির উপর আছড়ে পড়ে...
শেষতম নি:শ্বাস ডাকে প্রিয় নাম ,
বিষবৃক্ষ বিশল্যকরণীর প্রতিভু হতে পারেনি,
তীক্ষ্ণ,জিঘাংসাময় দৃষ্টি ...পরোয়ানা ফলকে কালো অক্ষর শাপিত..
আসুক বিধ্বংসী লীলাময়ী বার বার নয় শুধু একবার...
জন্মান্তর শোক শতবার....!

No comments:

Powered by Blogger.