দ্বন্দ্ব (মন্দিরা পাল)
দ্বন্দ্ব
# মন্দিরা পাল
# মন্দিরা পাল
ঘাটের মরার শরীরে সুখের বাসা,
শেষেও শান্তি নেই!
সাত ঘাটের জল ছুঁয়েও স্নান হলনা...
বাল্য বিধবার আঁশের শ্বাস...একাদশীর উপোষী চাঁদ রাত জেগে
সরু পাড়ের সাদা জমিতে রক্তিম নক্সা বোনে..
শেষেও শান্তি নেই!
সাত ঘাটের জল ছুঁয়েও স্নান হলনা...
বাল্য বিধবার আঁশের শ্বাস...একাদশীর উপোষী চাঁদ রাত জেগে
সরু পাড়ের সাদা জমিতে রক্তিম নক্সা বোনে..
বেপরোয়া ইচ্ছেগুলো কাঁচা কঞ্চির বেড়া,
ধনুর্ভাঙা পণ !
অ-সুখ ডাকে নিশির ডাক..
ভাঙা পাঁচিল ডিঙিয়ে দূর প্রান্তরেখা পেরিয়ে।
ধনুর্ভাঙা পণ !
অ-সুখ ডাকে নিশির ডাক..
ভাঙা পাঁচিল ডিঙিয়ে দূর প্রান্তরেখা পেরিয়ে।
No comments: