প্রতীক্ষা ||মন্দিরা||2018 || bengali kobita
প্রতীক্ষা
# মন্দিরা
# মন্দিরা
চাঁদ আজ সন্ধ্যার মুখপানে পিদিম জ্বালে,
কাজল কালো ঢলো ঢলো মুখের পরে চাঁদের হাসি উপচে পড়ে;
চুপি চুপি ছাদের উপর
কার্নিশ ছুঁয়ে উঠে আসা কাগজফুলের লতায় দোল খায় ....
চিলেকোঠার ঘরের কোণটিতে রাখা চৌকির উপর গা ঘেঁষে বসে,
ঠোঁটের উপর আলতো চুমু ...কানের কাছে ঠোঁট এনে একটি শব্দ ভাসিয়ে দেয় হিমেল বাতাসে ... 'ভালোবাসি'!
কাজল কালো ঢলো ঢলো মুখের পরে চাঁদের হাসি উপচে পড়ে;
চুপি চুপি ছাদের উপর
কার্নিশ ছুঁয়ে উঠে আসা কাগজফুলের লতায় দোল খায় ....
চিলেকোঠার ঘরের কোণটিতে রাখা চৌকির উপর গা ঘেঁষে বসে,
ঠোঁটের উপর আলতো চুমু ...কানের কাছে ঠোঁট এনে একটি শব্দ ভাসিয়ে দেয় হিমেল বাতাসে ... 'ভালোবাসি'!
আজ সে জেগে থাকবে প্রেমিকার চোখের তারায়,
শেষ প্রহরের আকাশে নিজের নাম খোদাই করে যাবে উজ্জ্বল নক্ষত্রের পাশে....
আলতা পড়া পায়ের ছাপে ...
নিজের বুকে উল্কি আঁকবে হয়তো সেই নাম ধরে,
মিশে যাবে কালো গহ্বরে জোৎস্নার আলোয় স্নাত ভেজা ভেজা শরীর অজানা শিহরণে...
মধ্য রাত যুবতী কনের বেশে খাটে বিছানো ফুলের উপর হাঁটু মুড়ে বসে ঘোমটা সরায়...
জানালা গলে চাঁদ আসে নিঃসাড়ে একমুঠো মুক্তো দ্যুতি ছড়িয়ে ,
পরম যত্নের আদরে আদরে পাগলিনী কেঁপে
ওঠে ..
ভোরের প্রথম আলো মেখে খোলা দরজার চৌকাঠের পাশে চিঠি লিখে রেখে যায় ..
আবার দেখা হবে কোজাগরী পূর্ণিমাতে,
অপেক্ষায় থেকো তুমি....
শেষ প্রহরের আকাশে নিজের নাম খোদাই করে যাবে উজ্জ্বল নক্ষত্রের পাশে....
আলতা পড়া পায়ের ছাপে ...
নিজের বুকে উল্কি আঁকবে হয়তো সেই নাম ধরে,
মিশে যাবে কালো গহ্বরে জোৎস্নার আলোয় স্নাত ভেজা ভেজা শরীর অজানা শিহরণে...
মধ্য রাত যুবতী কনের বেশে খাটে বিছানো ফুলের উপর হাঁটু মুড়ে বসে ঘোমটা সরায়...
জানালা গলে চাঁদ আসে নিঃসাড়ে একমুঠো মুক্তো দ্যুতি ছড়িয়ে ,
পরম যত্নের আদরে আদরে পাগলিনী কেঁপে
ওঠে ..
ভোরের প্রথম আলো মেখে খোলা দরজার চৌকাঠের পাশে চিঠি লিখে রেখে যায় ..
আবার দেখা হবে কোজাগরী পূর্ণিমাতে,
অপেক্ষায় থেকো তুমি....
No comments: