হত্যাকারী(মন্দিরা) bengali kobita 2018
হত্যাকারী
# মন্দিরা
আমি হত্যা করতে পিছপা হব না বরং কালো মিশমিশে অন্ধকার গায়ে মেখে নেব অবলীলায়...
জীবন্ত কই মাছ ছটফটাতে দেখেছি ঘুমন্ত শিশুর চোখে...
ঘড়ির নিষ্পলক চাহনি,
মৃত ছায়ার বুকে আঘাত হেনেছে কৌশলে..
সুপ্ত দিনলিপি মুছে গেছে স্বপ্ন- দেওয়ালে,
আসেনি ডাক,
ফিরে গেছে একে একে যৌবনের দূত,
নি:স্ব বলয় ঘিরে ছৌ নাচ ..
বেহুলার ঘুঙুরের শব্দে দুন্দুভির তাল বাজে বুকের খাঁজে ...
ঘড়ির নিষ্পলক চাহনি,
মৃত ছায়ার বুকে আঘাত হেনেছে কৌশলে..
সুপ্ত দিনলিপি মুছে গেছে স্বপ্ন- দেওয়ালে,
আসেনি ডাক,
ফিরে গেছে একে একে যৌবনের দূত,
নি:স্ব বলয় ঘিরে ছৌ নাচ ..
বেহুলার ঘুঙুরের শব্দে দুন্দুভির তাল বাজে বুকের খাঁজে ...
এসো পৌষালী পূর্ণিমার চাঁদ..
আত্মদহন হোক তোমাতেই ,
চিরহরিৎ বৃক্ষরূপে জন্মান্তর হোক পবিত্র অগ্নির সম্মুখে...
হত্যাকারীর শিরোপা দিও
আমার - 'ছায়াশরীরের '
আত্মদহন হোক তোমাতেই ,
চিরহরিৎ বৃক্ষরূপে জন্মান্তর হোক পবিত্র অগ্নির সম্মুখে...
হত্যাকারীর শিরোপা দিও
আমার - 'ছায়াশরীরের '
No comments: