আশা||মন্দিরা|| bengali kobita

আশা
# মন্দিরা
নিঃশ্বাসের পথ জুড়ে প্রতিদিন আসা- যাওয়া,
মুক্তি খোঁজে একজোড়া কপোত - কপোতী,
উড়বে খাঁচা খুলে একাকিনী বেপরোয়া ..
সেদিন আকাশ আর ভূমি একই শরীরের ছাই এ বিরাজমান !
বালির মহলে হাজার ঝরা পালক,
শিউলির গন্ধমাখা শরতের বাতাস
ঝিমিয়ে পড়ে ঘরের দুয়ারে ,
আলাপনের সুরগুলি মেঘের বুক থেকে জল সেঁচে পারি দেয় বহুদূরে ...
একদিন ফিরবে উৎসব
একবুক উষ্ণ শ্বাস নিয়ে।

No comments:

Powered by Blogger.